বিশ্বাস করতে গিয়ে,
কতইনা ভুল হয়ে যায়।
তাই তো প্রতিশ্রুতি ভেসে যায়।
আর আমার বাগানে দেখি,
রঙিন গোলাপ না ফুঁটে -
অসংখ্য হলদেটে সাদা গোলাপ।


প্রতীক্ষা করে আমি
আবারও ভুলই করলাম।
আগমনী সুরে জীবন ভরে না,
বরং পাতা হলদে করে -
গাছ অনর্গল হাওয়ায় হাওয়ায়,
মর্মর ধ্বনি তুলে পাতাকে ঝরায়।


তবু, বিশ্বাস হারানো পাপ।
মহাপুরুষের প্রাচীন বানী শুনে-
খালি টব আমি আবারও
সাজিয়ে রেখেছি মাটি তৈরী করে,
হয়তো বা এমনি করে সাজিয়ে রাখবো।
যদি কোনদিন ....


জানি, প্রতীক্ষায় সফলতা আসে।
অন্তত জ্ঞানীজনে তাই বলে।
সেই মতো রঙিন তুলির সাহায্য নিয়ে-
ইজেলের কাছে বসে আছি।
হঠাৎ কোনো দমকা হাওয়া যদি,
হেমন্তের হলুদে বাসন্তীর ছোঁয়া পেয়ে যায়।