জন্তুটা মাঝেমধ্যেই শিকার সন্ধানে,
পথের লাল গোলাপ ছিড়ে কুটিকুটি।
প্রেম দিশেহারা মনে নাগাল পায় না
অনেক দিন দেখিনি, কোথায় মরেছে?


কতদিন ভয়ে ভয়ে জীবন কাটাবে?
সফল হলে শিকারী আরো ভয়ংকর,
না দেখার দলে থেকেও পার পাবে না।
জীবন মায়ায় বসে জীবনের জয়!


বড় মায়া যার জন্যে সেও কি তোমার?
যাবার সময় হলে কেউ নয় কারো,
তুমি নিজেই তার ধার করা পসরা।
দেখনি বলে, তবুও কেন বেঁচে থাকা?


দুহাতে জল না মুছে হাতিয়ার নাও,
কান্নার বিলাস তোমার জন্যে নয়।
যত এগোবে জানবে হটবে ওরাই,
ওরা কেউ নচিকেতা নয় পাপাচারী।