তাপমান যন্ত্রে কিন্তু লীনতাপ ধরা দেয় না।
কঠিন বরফ গলা জল তো - বাঁধাই মানে না ;
জল বরফ পাথর হলে,মন - কান্না জানে না ;
লীনতাপের যাতায়াত কিছুই বোঝা যায় না।