# এর আগে দুয়ের ছক্কা পোস্ট করায় 
আমার বন্ধু সৌমেন বন্দোপাধ্যায় বলে, 
দুয়ের ছক্কা কেন - এক হলেও আশ্চর্য 
হতাম না। তাই এ লেখা আমার বন্ধুকে 
উৎসর্গ করলাম। চেষ্টার সফলতা হলো 
আপনাদের বিচার্য বিষয়। 


*************************


* লেখাগুলোর প্রতিটি একক অর্থ বহন
করছে এক লাইনে। অন্ত্যমিলের কারণ
কেবলমাত্র সুন্দর লাগবে বলে।


                           ( 1 )


পালে বাতাস না বইলে, ঝিমিয়ে যায় তরী।


                           ( 2 )


সোনা লোহায় ফারাক নেই, শূন্যে দিলে পাড়ি।


                           ( 3 )


পেরোতে চাই মিথ্যে ডরাই, কালের মহাসিন্ধু।


                           ( 4 )


অাঁধারে শুনি তারার হাসি, কোথায় গেল  ইন্দু?


                           ( 5 )


স্বপ্ন সাগরে ডুব দিয়ে দেখি, আজ মিথ্যার জয়।


                            ( 6 )  


কিছু করে কিছু আসে - কিছু করতেই হয়।


                             ( 7 )


মাথা খালি আছে বলেই, ফালতু চিন্তা ঘোরে।
                            ( 8 )


দুই সেয়ানা যুদ্ধ করে, তারা কি আর মরে?
                           ( 9 )


নরকেতে আছে যারা, স্বর্গসুখ নেবে লুটে।


                          ( 10 )


অশান্তির ঘেরাটোপে - শান্তি যাচ্ছে  দলছুটে।


                         ( 11 )


রবি কিরণ বোঝা যায়, যায় না তাঁকে ছোঁয়া।


                         ( 12 )


পাঁচজনের পাওয়া, ছয়জনাতে হাওয়া।