মন ছুটছে সবুজ ক্ষেতে
আয় না সবাই গা ভিজিয়ে,
ডাকছে আকাশ গপ্পো শুনতে
কাস্তে চাঁদেতে হেলান দিয়ে।


আধা ঘুমন্ত স্বপ্ন নিয়ে
স্বপ্ন তরী পাল তুলেছে,
অনেক দূরে যাচ্ছে বয়ে
রূপকথারা রঙ মাখছে।  


সোনারকাঠি বা কাঠি রূপার
রাজকন্যের অচিনপুরে,
লালকমল কি নীলকমলের
ডাকে কলাবতী উঠে পরে।


মনির বৈঠা হীরের হাল
যুবরাজের সে পক্ষীরাজ-
কাটালো না তো চিরকাল
রাজকন্যের পাতালরাজ!


আধো ঘুমে বা আধো জাগায়
স্বপন তরী ভিড়ছে তীরে,
ক্লান্ত সুরে বিদায় জানায়
রাজনন্দিনী কাণ্ডারীরে।


সাদাকালোর জলছবিতে
আর কেউ নেই রঙ কে দেয়?
রঙ ভরাবে কার তুলিতে!
ঘুমঘোরে চোখ জড়িয়ে যায়।


********************************
আমার ভাইঝি আমাকে বলেছিলো,
তার মনগড়া অন্য ভাবনার লেখাটি।
ব্রতশ্রী চট্টোপাধ্যায়ের মূলসুরে তাই
কবিতাটি তাকেই উৎসর্গ করলাম।
********************************