কি ভীষণ ভাঙাগড়া চলে নিত্য নিয়মিত,
পাথরের কান্না তবু কজন শুনতে পায়?
আমি তো শব্দের ভাঙাগড়া নিয়ে বেশ আছি।
মনে ঝড় বয়, কানেপেতে সে গোঙানি শুনি,
শুধু তোমার জন্যে।


নদীর দুকূল ছাপিয়ে বাতাস বয়ে চলে,
তারই বেগে গতি পায় স্রোতের আলোড়ন,
আমিও তেমনি, নৌকা ভাসাই মন সাগরে।
অসহ্য তরঙ্গের ধাক্কা আমাকেই সইতে হয়,
শুধু তোমার জন্যে।


মেঘ গর্জনে, দুরন্ত ঝড়ে আমি দিশেহারা;
তবু বৃষ্টি কিছুটা তৃপ্তি জাগায়, শান্তি পাই ;
কিন্তু সেই ঝড় আমি বারবার খুঁজে যাই,
যদি বৃষ্টির সাথে কিছু সৃষ্টি গভীরে আসে,
শুধু তোমার জন্যে।


আবার প্রকৃতি সজাগ, আকাশে চাঁদ ওঠে।
প্রেমের জোয়ারে সাঁওতালী নাচ মন জাগে,
আর তাকে বেঁধে রাখা যায় না আজ কিছুতে,
এবার সে আমায় দখল নিয়ে খেলা করে,
শুধু তোমার জন্যে।


তোমার জন্যে ...হ্যাঁ ...শুধু তোমারই জন্যে।