সময়ে কাজ শেষ করে সূর্য ঢলবে,
চাঁদের জন্যে থামার কথা তার নয়।
কল্পনা বিলাসী মনের কাজ যাদের-
তারাও তাদের কাজেতে হারিয়ে যাবে,
আকাশের তারা যত আজ একসাথে।


এই কি পূর্ণিমা! আমার সামনে আছে-
আজ খোলা চাঁদের হাট, অতুলনীয়!
দূর থেকে ভাসছে মাদলীয়ার সাড়া,
মধুমাসে বউলের নেশা গন্ধে ভরা-
মন উচাটন, কেমনে বশেতে রাখি?


ফাল্গুনী দোলায় দোল সবে শেষ হলো,
কিন্তু আজকের এ পূর্ণিমাকে - কি বলি?
প্রকৃতি নাচে মাতাল মন ছুটে যায়,
সেই যাদের এখনো বিশ্বাস জাগ্রত।
বলে "বাবু, তু তালে তাল দিস না কেনে?"


জানে না..আমরা যে..কি হারিয়ে ফেলেছি...।