প্রচণ্ড দাবদাহ নিয়ে বৈশাখ এলো।
সে তাপ আমি স্বর্গীয় তাপ মেনে নিয়ে
বুকে রাখলাম।  তাপ যে আমার শক্তি,
শক্তি দূরে রেখে কি জীবন জয় হয়?
সে আমাকে লড়তে সাথ দেবে নিশ্চিত।


প্রবল বিক্রমে কালবৈশাখী আগত,
তার চলার পথেই আমি রাখলাম-
আমার যন্ত্রণা ভরা অতীত স্মৃতিকে।
ছোট্ট নীল খামে ছড়ালাম মুক্তাকাশে,
গতির আশ্রয়ে উড়িয়ে দিলাম তাকে।


বৃষ্টিধারায় সিঞ্চিত হলো স্নিগ্ধ প্রাণ,
আবার ধরণী হলো সবুজে সবুজ।
আমি সেই ধারা মাঝে কাকভেজা ভিজে,
চিনলাম- দাহের নিবৃত্তি কোনখানে!
বৈশাখ অবস্থানে খুঁজে পেলাম প্রাণ।