বর্ণ বিপর্যয়ে বারবার দেখে যাই -
নরকঙ্কালে সাজানো এক অস্থিতত্ত্ব।
শতক তো যায়, পরিবর্তন কি আসে?
দমকা বাতাসে, তেল ছাড়া নিভুনিভু দীপ।
মানুষ আসে মানুষ যায়, মানুষ আসে না।


ভাতের গন্ধের বদলে, কাঠ-ধোঁয়া বাস,
বিরিয়ানি তৃপ্তি না পেয়ে, বিড়ি আনি খায়,
মোগলাই জীবন তো মুক্তির পরকালে গেছে,
পথচলায় সাবেকি সাহেবিয়ানা তবু গেল না।
লাটিম ঘুরছে সম অক্ষে উদভ্রান্ত, অবিরত।


মন দিয়ে মন চেনা কঠিন, উদাসী জীবন,
রুপোর থালা মৃৎ পাত্রের বিচার, আজো অম্লান!
আকাশের নীলে এক ডানার ছটফটানি,
সাদা কালো পাল্টে,  রঙিন পর্দা উজ্জ্বল।  
পুরাতনে বিচার, বিরাম বিহীন অবস্থায়!!


কোকিলের ডাকে, শরমে পাই বসন্ত দূত!
আজ কৃষ্ণচূড়া-লাল হয়ে ধূলায় লুটায়,
সবুজ বৃক্ষ মান রক্ষায় বড়ই অসহায় !
শেকড় মাটি না পেয়ে হচ্ছে শুকিয়ে কাঠ,
বর্ণ পরিচয়ে দেখা মেলে না বসন্তের।