দ্রৌপদীরা লুট হয় এখানে,
যখন তখন শহরের বুকে।
সুদর্শন চক্রাকারে হানে!  
মহাভারত! মুহ্যমান শোকে।


পাঁচমাথা পারলে এক করো,
নইলে কি লাভ, পাঞ্চজন্য শাঁখে?
বজ্র আঁটুনি ফস্কা গেরো,
অস্থি দান!কিভাবে করে লোকে।