রসের নাগরি হতে
কাব্যধারার নিখোঁজ কিছু শব্দ-
পথভ্রষ্ট মানবতা খুঁজছিল,
হারানোর শঙ্কা তো ছিলো অনেকটাই,
আর তা একদমই অমূলক নয়...


একবার একটা খসড়ায়-
পেয়েছিলাম যুদ্ধ যুদ্ধ খেলার পরিকল্পনা,
ঠিক মনে নেই
ঝুলনে পুতুলের প্রতিচ্ছবি হয়তোবা,
বাস্তবেও এখন যুদ্ধ এসে সেটাকে উস্কে দিলো...


এই সেদিনও কবিতার পাতায়-
শিশির বিন্দুতে দেখেছি কালো কালি,
তারপর থে‌কে নিজেকেও লুকিয়ে
বেশ ভয়ে ভয়েই থাকি;
কলম যেন সজল চোখ না আঁকে...