বিদ্যার্থীর পাশে এসে দেবী সরস্বতী
মাঘীশুক্লা  পঞ্চমীতে  হন  উপস্থিত;
রাজহংস  সন্নিবেশে। অনুজ্জ্বল রাতি
বীণাতে ঝংকৃত হয়। দেবাঞ্জলি রীত
প্রচলিত, ছাত্রছাত্রী  সকলের মাঝে;
হোমানলে পুরোহিত  পূজার্চনা রত।
চঞ্চলতা প্রস্ফুটিত আকাশের সাজে
নানান ঘুড়িও থাকে  দেবী-হস্তাগত!


হাতেখড়ি দেয় শিশু  খাগের কলমে,
উচ্চশিক্ষা গড়িবারে। চলে আলাপন,
বসন্তের  আবাহনে  বাসন্তী  মরমে;
ধূতি শাড়ি পরিহিত  কুঁড়ি উন্মোচন!


দধিকরমা  অর্পণে   পুজা  সমাপন
কৃত হয়। রাত্রি কালে দেবী নিরঞ্জন।