বিভিন্ন সভায় গান আমি অনেক শুনেছি,
একতারা কিংবা তারে বাঁধা তারসানাই,
যন্ত্রের যন্ত্রনা প্রিয় বলে বেহালায় ডুব,
হার মানলাম তবু বাঁশিওয়ালার কাছে।


পথে নেমে পথ হারালাম - অকূল পাথারে।
এমনই এ টান!  তুমি দরজা খুলে রয়েছো,
রক্ত ধমনি বেয়ে আমি পৌঁছুলাম গন্তব্যে,
অর্গল বন্ধ করলাম, যাতে কেউ না আসে।


অনাবিল সুখের সাগরে ভেসে ভেসে খুঁজি
অন্য কাউকে নয়, হন্যে হয়ে এই আমাকে,
ব্যার্থ হয়েই বলি তোমাকে," কী গো, আমি কই ?"
তুমি বল্লে, "পাবে কি করে? এক হয়ে গিয়েছে !"