পৃথিবীর চারভাগের তিনভাগই জল।
তবু কেন পাষাণ কঠিন এ মন গলে না?
কেনই বা অন্তর থেকে লাভাস্রোত উদ্গত?
অশ্রুরাশি! কখনো বাস্প বা কখনো বরফ,
জল হয়ে ঝরতে ভুলে গেছে। চাপা বারুদ।


তিন ভাগ জলেও নয়নবারি সঙ্কুলান।


সাগরের লোনা জল কখনো লালচে হয়,
মানবতা অমানবিক রক্তক্ষরণে ব্যস্ত হলে,
কিন্তু সে সাময়িক ব্যথা প্রলেপেই শেষ হয়।
সাধারণে বোঝে বড় ভয়াবহ ঐ লাল রং! 
ইতিহাস ভেসে ভেসে কখন হারিয়ে যায়।


তিন ভাগ জলের কবলে কিছুই থাকে না।


দিকে দিকে অবিরাম ছড়ানো প্রেমের লাশ,
প্রেম খুন হচ্ছে বলেই  মানুষ খুনী হয়! 
সাঁঝবাতি আলো না দিয়ে আগুন হয়ে ছোটে।
ছাড়খার করে সাংসারিক বন্ধনডোর, 
সময়ে সচেতন না হলে পুড়তেই হবে।


যতই থাকুক না বন্ধু সে তিনভাগ জল।


জাপান হতবাক হয়েও যেমন দেখেছে
রণমত্ত মানবিকতার বিকৃত রূপকে
হিরোসিমা, নাগাসাকির ধংসস্তুপে চাপা। 
তেমনি করেই বারবার দেখে যেতে হবে
যদি না হৃদয় জুড়ে প্রেম জাগরিত হয়।


যতই থাকুক না কেন এ তিনভাগ জল...