মনের সিন্ধু ছাড়ায়ে বন্ধু
যেতে চাই বহুদূরে,
সেখানে সদাই  দেখা যেন পাই
আমার কণ্ঠ সুরে।


সেথা বসন্তে নেব অনন্তে
তোমার সজল দৃষ্টি,
জাগি দিগন্তে রবে সীমন্তে
কোনো অপরূপ সৃষ্টি,
গাঁথিয়া লইব মালিকাটি তব
সকরুণে অন্তরে।
মনের সিন্ধু  ছাড়ায়ে বন্ধু
যেতে চাই বহুদূরে।।


একদিন যবে মন খুঁজি পাবে
ওই মনের বেদনা,
যদি নাহি রই তবুও হে সই
ভুলেও যেন কেঁদ না।


আমার ভুলের যাত্রা পথের
কোনই সাথী চাইনা,
একেলা তরনী বাহিয়া তটিনী
পাড়িতে, পিছু ডেকো না।
জেনো সদা রব জাগরিত তব
হৃদি কুসুম মাঝারে।
মনের সিন্ধু ছাড়ায়ে বন্ধু
যেতে চাই বহুদূরে।।


* বিভিন্ন ধরনের লেখাই পোষ্ট করতে
চাই। গীতিকাব্য বহুদিন না দেওয়ায়,
মনে হলো, তাই ...