সব ব্যবহৃত অস্ত্রই যখন অকেজো ;
যে কোনো হেলদোল সৃষ্টিক্ষণে ব্যর্থ হয়ে যায়,
খানিকটা একা হলেও ছাড়িনি ময়দান,
সহযোদ্ধাদের অভিজ্ঞতা কুড়িয়েই চলেছি__


এখনো সূর্য ছায়া বাড়ায় নি,
এটুকুই যা আশার আলো;
মনে হয় শঙ্খঘোষ হয়তো কিছুটা সময় দেবে,
এমন অবস্থায় এখনো স্বপ্নটা হাতছানি দেয়__


জানি, অন্ততঃ আরও একবার
করতে হবেই আঁধারের আত্মসমর্পণ;
তাই, আকাশের কোল হতে দেখা
রামধনুর রঙে আরও একবার রঙিন__


শেষের পাতায় লিখে রাখতে চাই-
পরাজয়ের গ্লানিটা যতই ভারী থাকুক,
সবুজ শীষের আড়ালে দেখেছি
নতুন সকালের স্বপ্নজাল কিন্তু লালই ছিলো__