*স্বপ্নের জন্যে


প্রথম ভোরের সূর্য প্রণাম নিল না,
কালো মেঘের আড়ালে লুকিয়ে এখন,
হয়তো বৃষ্টি আসবে - এ কথা তো ছিল।


খাবার টেবলএ খাবার পরেই আছে,
খবরটা না পেয়ে জলে জলখাবার,
শুয়ে শুয়ে রাতজাগা ক্লান্ত চোখে ঘুম।


এমনি করেই বেলা বাড়ে ক্রমাগত,
ঘুম ভেঙে বসে আছি - সে কি আসবে না?
কলম নিয়ে ডুবি নীরবে আপনার ছকে।


শর্টকাট খিচুড়ি, কিছু বকবকানি ফ্রি।
-যত জ্বালাতন!  একটু পার্লারে গেছি-
সকালের খাবার নিয়ে খেতে পার নি?


বিকেলে, হাঁটিহাঁটি পাপা, ভুরি কমাতে,
হলো কই? আজ যেন সবেতেই বাধা,
দখিন থেকে ধেয়ে ওই কালবোশেখী।


সন্ধ্যেবেলা টিভির গোড়ায়! আলো নেই।
তার ছিড়ে গেছে, আর কি কারেন্ট অফ!
আমি কিন্তু এখনো সে বাধার মধ্যেই।


রাতে ছাদে যেতে গিয়ে পা পিছলে গেলো,
সামলে নিয়ে আবার উঠলাম তবু,
আকাশ পরিস্কার তারার হাতছানি।


কাল সকালটা তবে ভালোই থাকবে,
কেউ জানে না কাল কি হবে মরীচিকা মন,
দিনলিপি লিখে রাখে সূর্য প্রতীক্ষায়।