কটাইবা ছেঁড়াপাতা দেব বল,
সব হলুদ আর জীর্ণ আজ,
বেমানান নতুন পাতার ভীড়ে।
মায়াভরা কায়াহারা, তবু যদি ...


খোসাসহ হলে লেবু বিস্বাদ,
ছাড়ালেও তা খাবে কী করে বলো?
মিষ্টতা এখন অম্ল স্বাদের,
দার্জিলিং কোথায়? তবু যদি ...


নিকোটিন ভরা লাল কলজেটা,
হৃদয়হীন আকস্মিক আঘাতে,
যান্ত্রিকতা ভরা কথাতে মধু!
প্রেমের সাড়া কই? তবু যদি ...


পথের হদিশ! অন্ধ পথে ঘুরে
একঝাঁক মিথ্যের দুনিয়ায়।
বিবর জুড়ে কেউটে পাহারায়।
মরণ বাজি রাখতে রাজি, যদি ...