ভোরের আলো দেখায় ভালো
পাপড়ি মেলে গোলাপ,
ঢেউ উঠেছে নাও ছুটেছে
কেউ করেনা আলাপ।


পারের লোকে সুখ বা দুখে
নিশান নিয়ে ছোটে,
রোদে রাঙা জলো ডাঙ্গা
কুলকুলিয়ে ওঠে।


মাঠেঘাটে যে দিন কাটে
সেইখানে পাই ঘাম,
ক্লান্ত শরীর খুঁজতে অধীর
রঙিন চিঠির খাম।