বেঁচে আছি বলেই অনুভূতি আছে
হয় দূরে নয় কাছে,
আর কবিতা?
জানি বলার মতো নয় সবি তা।


নিজের তালে যদি নাও হয়,
যদিবা হয় তা গদ্যময়-
তাকে কি আর দূরে রাখতে পারি?
অগতির স্পন্দনেও মানি তারেই নাড়ি...


যেখানে ইচ্ছেমতোই
সুরে তালে কথায় অনবরতই-
পাহাড় চূড়া হতে সাগরে দিই পাড়ি।