আমি তো সাগর নীলে সুখেই ছিলাম,
তুমি কেন এলে? আনমনা করে দিলে,
মন গোপণে কতটা সুখী তুমি আজ?
আমি তো বেশ ছিলাম এই কাঁটাতারে।


কি করে তোমায় আর দূরে রাখি বলো?
আজ ও মধু হাসিতে আমি মনহারা,
ঝনঝনিয়ে বাজবে কখন এ ফোন-
সেই প্রতিক্ষাতে বিনিদ্র রজনী কাটে।


আমি তো সবার মাঝেই থাকতে চাই,
কোথাও কোন ফাঁকি দেখিনি কারো মনে,
তবু অপেক্ষা - কেন এমন ধারা হয়?
মন বিদ্রোহী হয় কোন সে কুয়াশায়!


দুদিন না দেখা আমাকে পাগল করে,
কেমনে তুমি ভরালে মনমনিকোঠা?
আমি ভাবলে অবাক না হয়ে পারিনা!
অহংকার সঁপে কি করে নিঃস্ব হলাম।


এও কি তবে প্রেমই! এ কেমন প্রেম,
কোন অনাবিল টানে, মেলাতে পারিনা।
ভেসে যাই সামান্য মন বাতাস নিতে,
আমি মনকোণে আর তুমি টেলিফোনে।