আজ আর মনেও পড়ে না
একদিনের হারিয়ে যাওয়া মুখচ্ছবি,
পাতলা ঠোঁটের মোহময়ী হাসি
কিম্বা বুঝতে না দেওয়া একবুক কান্না,
শুধু এক‌টি কথাই মন-পেয়ালায়
তুমি কী আজও একই আছো...


প্রশ্নটা কেন উঠলো তবে বলি-
যখনই শরতের সাদা ভাসমান মেঘ
ধরে তার দরবারী কানাড়া;
নতুন এক গোপন বার্তা পায় এ মন
ভেবে আকুল হই, তুমিও কি বদলে গেলে!
সেই নীরব চোখের ভাষা কোথায়...


কেবলমাত্র তুমিই জানো হে প্রিয়তমা-
কেমন করে ওই ইতিহাস
এখনও তোমাকে বাঁচতে শিখিয়েছে;  
মহেঞ্জোদারোর আকর্ষণ উপেক্ষা করেও
হাজার বছর ধরে সবুজ প্রান্তরে
যেখা‌নে তুমিই একমাত্র প্রস্তর স্বাক্ষরের রানী...