আকাশনীল শাড়িটার সবজে পাড়ে
মনগুলো হাতে হাত ধরে খেলছিল
একবারও কেউ নজর তুললো না
সেই থেকে দুর্নিবার হেঁটেই চলেছি...।


আবেশ জড়ানো কোনও মুহূর্তে
হঠাৎ চমকানো থির চোখের আলো
নিয়নের পাশেতে এক্কেবারেই ম্লান
দুচোখে নির্ঘুম রাতের আঁধারে ঘুম ...।


সভ্যতা উন্মাদনায় যাকিছু শেখালো
তার থেকে অসভ্যতা - মাপে বেশ বেশি
বারবার দৃষ্টি মেলে বোঝাতে পারি নি
পাখি উড়তে উড়তেও কত ঘনিষ্ঠ ...।