জোছনা বেশ ছিলো এই মনের দরজায়,
পূর্ণিমার চাঁদ উঠে ভাসালো সব সংযম।
এখন সে লুটোচ্ছে আমার উঠোন জুড়ে,
নিত্য নিয়মিত স্নান করা আমার অভ্যাস।


নৃত্যরত চাতক দৃষ্টিতে- তালে তালে ভাসি,
চাঁদ উপভোগ করে শৈশবের ব্যকুলতা।
আমার সিনানে আমি খুঁজি প্রাণের সন্ধান,
প্রতিটা রাত্তিরে স্বপ্ন বিভোর লজ্জা,লজ্জায়!


তারপর ভোরের আলো ফোটার কিছু আগে,
স্বপ্ন ভাঙে, বিদায় জানায়, তাকে যেতে হবে।
আড়মোড়া ভেঙে আবার আমার জাগরণ,
একা বসে দেখি চাতকের জোছনায় স্নান।


মন চায় রাত হলেই ভিজবো একসাথে।