কত শত পথ পেরিয়ে এসেছি বহুদূর
কত শহর অজানাই, রয়ে গেছে অগোচর


কত রাস্তা চলেছি অপেক্ষা বহুক্ষণ
কত নীরব হাওয়াতে হয়ে আছি ম্রিয়মাণ!


কত স্বপ্ন উড়ানো বহু ঘুমের শহরে
কত কান্না জড়ানো বহু রাতের প্রহরে।


কত ঘুড়ি উড়ানো স্বপ্নীল এই আকাশে
শত প্রহর কুড়ানো অম্লান ঐ আভাসে।


কত রঙিন সময়ে কেটেছে শিশুকাল
শত রঙে বাঁধানো, হয়ে আছে সুবিশাল।


তবু আজও হতাশায় কেটে যায় বহুক্ষণ
মনে পড়ে অজস্র স্মৃতিটারি অবেক্ষণ।


কত বিশালতায়,মিশে আছ তুমি তায়।
তোমাতে আমিও বারবার হেরে যায়।


স্বপ্নীল আকাশে দেখা হবে তোমারও
আমিও তোমাতে রয়ে যাব আবারও।


কত যত্নে তোমাকে রেখে দেব আমাতে
শত রত্নে তুমিও হেসে যাবে তাহাতে।


বেঁচে থাকার মাঝেই বেঁচে আছ তুমিও
আমিও বারবার ফিরে যাব তোমাতে ই'


কথা শেষে আজই তাই বহু কথা বলে যাই
হৃদয়েতেই থাকিও রাখিব আজন্ম।।।।


রাতুল হাসান (২১-০৬-২৩)