পরিচিত দু'জোড়া চোখের দূরত্বকে আমি
ভালবাসা বলি। পৃথিবীর বুক থেকে আকাশকে
শামিয়ানা ধরে যে দূরত্ব সৃষ্টি করা যায় নিরবধি;
এক নীহারিকা থেকে লক্ষকোটি আলোকবর্ষ দূরের
অন্য নীহারিকার ক্রমবর্ধমান যে ব্যবধান; অথবা এমন
কোন দূরত্ব- যার সংজ্ঞা অভিধানেই নেই; তোমার আমার সেই
অদৃশ্য দূরত্ব, অসীম ব্যবধান-
আমি তাকে ভালবাসা বলি!


ভালবাসা মানে দূরত্ব-
এক মন থেকে অন্য মনের, এক দেহ থেকে অন্য দেহের;
যে দূরত্বের মাপজোখ নেই মহাজগতে,
লোকে যাকে অসীমতা বলে-
সেই দূরত্ব- অনন্ত, অশেষ।


জুন ১৯, ২০২০