ঘরে ফিরে আসার রুটিন প্রত্যহ একই,
বিকাল সন্ধ্যে কিংবা রাত, ফিরলেই সেই আলসেমিপনা।
নেটওয়ার্কের অতশত আর ভাল লাগে না।
কত সহজেই 'শেয়ার' করে ফেলে ওরা প্রাত্যহিক জীবনবৃত্তান্ত।
হাজার জনের প্রেম শুঁকে কত সহজেই দুঃখ ভুলিয়ে রাখছে ওরা।
সভ্যতার এতো গতি আর ভাল লাগে না।
চিঠিপত্রের যুগে জন্ম নেয়ার কি কোনো উপায় আছে?
এই একবিংশ শতাব্দী আমাকে জ্বালিয়ে মারছে।
আজকাল মেলায় বায়স্কোপ আর পুতুল নাচের আয়োজন হয়-
মানুষ বোধহয় আজন্ম তার পূর্বের সভ্যতাকেই ভালবাসতে চায়!


.
২০ এপ্রিল, ২০২৪