মাঠের ধারে বাড়ি করে
আছি কত বেশ ।
সুখের হাওয়া বইছে
লাগছে কত বেশ।।
আম, জাম আর কাঠাল গাছে
চার পাশটা ঘিরে আছে।
ছাগল চলে আগে আগে
ছাগল ছানা তার পাছে পাছে।।
আর দেখা যায়
শালিক শালিক দন্ধ।
একের পরে এক ফ্সল ফলে
হয় না কখন বন্ধ।।
বৃষ্টি পরের , রোদ এল
মাগো এবার কিছু রান্ধ।।
ওরে বালক ওঠো ওঠো
কেন রাস্তায় বসে কান্ধ।
নিঝুম রাতে পেচার ডাকে
লেগে যায় আমার পেচার দন্ধ।।
চাঁদের আলো,চাঁদের ভাসো
শিশুরা ভালো মায়ের কোলে।
তাই না দেখে মনটা আমার
যায় যে সব ভুলে।।