ছাত্র ছাত্র তোমারা ছাত্র
তোমাদের কে মানি।
তোমরা হবে গেনি গুনি
তোমরাই ভবিসত্ত্ত বানি
বড়ো হয়ে নানা পথে
করম করো দিনে রাতে।
কেহ কারো পন্ডিতি,কেহ মাস্টারি
কেহ কারো পরের ধন চুরি।
হ্যালের উদ্দেশে টাকা কারি
কেউ বা কারো দাদা গিরি।
ছাত্র তোমাদেরকে দিতে হবে দূগম পথ পারি
যে পারো যে প্রকারে শিখে নাও ড্রাইভারি।
গরে নাও নিজের ভবিসত্ত্ত
চালাও অভিযান।
মানুষ তোমরা দিওনা মানুষকে বলি দান।


    ( কিছু বানান ভুল আছে কারন অভ্র তে লেখতে অসুবিধা তাই)