আমি কবি আকা বাকা
জানি না কে খোকা কে বোকা
বলবো এখন কার ধর্মের কথা
ধর্মের কন্নায় ঈশ্বরের ঘুরছে মাথা,
যে কোন মতে টেনে টুনে
বূদ্ধ বয়সকে ডেকে এনে
ভগবানকে ডেকে কাদে
আগে রেখে যউব্ন টাকে বেধে।
সময় চলে গেলে তারে পেতে চায়
আগে ভেবেছে বূদ্ধ হলে দেখা যাবে হায়।
বূদ্ধ হয়েছে যেমনি কান্না কাটির শেষ নাই
হায় পাগল মন কী হবে কেদে এখন
কাদ তোমরা কিসের কারন।
যউব্ন টাকে ফিরে পেতে
নাকি ভ্গবানের কাছে যেতে
এমন তোমরা ভেবো না
কোনোটাকে তোমরা পাবে না
হবে শুধু কিঞ্ছিত্ত্ত পাপ মোচন


(বানান ভুল আছে ঠিক কারে পরবেন ......আভ্রতে লেখতে পারছি না)