রোগ সূষ্টির সময় চাই,মনেতে যেকোনো প্রতিকূয়ায়
এক দিনে রোগ বড়ো নাহি হ্য় করো হাজার চেস্টায়।
নিজে নিজের মনে দেকনা যতই সান্তনা
যুবক-যুবতিরা এই রোগের পারেনা সইতে যন্ত্রনা।
রোগ আক্রান্ত হলে সামলে থাকে কউশলে
ভীষন ঝড় ওঠলে যায়না থাকা সামলে।
প্রিয় ব্ন্ধু লুকিয়ে থাকে ছলে
তারও কিছু যেতে পারে বলে।
পারিবার রেগে যায়,বুঝেনা রোগের যন্ত্রনা
রোগ গেলে রোগীয় যাবে পরিবার এটা চায়না।
...................................................।
রোগ=থাক তুমি যাই আমি কোরোনা ভাবনা
রোগী=কতদিনে পেয়েছি তোমায় যেতে তোমায় দেবো না
রোগ= তোমার দিকে গ্রামবসী সবাই করছে হু;কার
         আমার দিকে আছে শুধু ডাক্তার ডাক্তার।