এখনও জাগেনি এই শহর খান
ছুটছে নাকো কোন যান।
কোথাও কোথাও পরে আছে
আধ মরা সব প্রান।
পাখি বলতে শোনা যায়
কাকের গাওয়া গান।
জানলা খুলে দেখলো ছোট্টো মেয়ে
পুহাইলো কিনা নিদ্রা ভরা রাত
রাতের শেষে যখন ডাকবে পখির দল
ব্যাগটা  কাধে নিয়ে ছুটবে ভবিষ্যতের দল।
ছুটবে আগে খবর ওয়ালা
পুরোনো  খবর নিয়ে।
ঘুরবে কত মুড়ি ওয়ালা
মাথায় নিয়ে নিয়ে।
         একটু পড়ে
যান ছুটছে হন হনিয়ে
বোঝাই করে তার প্রান
৫টাকাতে কেউ বা কোথাও
হঠাত্ত্ত নেমে যান।
গরম চা-এ জাগিয়ে তোলে
রাজনী্তির সব কথা।
বাবা কাকা-দাদুরা সব
এসবে কেন গামায় মাথা?
কোথায় গেল বর্ষার ছাতা
কেন এখানে আমি শুয়ে
তত্খনাতত্ত কে যে বলে উঠলো
গাড়িতে তোমার মাথা দিয়েছে নুইয়ে।


...... ভুল হলে মাফ কারবেন আভ্র তে লেখতে পারছি না..................।।