জম্ম যেখানে হোকনা কেন
হোকনা পালন অন্য স্থান
তারি কথা থাকে মনে
যেথা মোদের জম্ম স্থান।
যতই থাকিনা অনেক দূরে
শৈশব আসে ঘুরে ফিরে
তাইতো যে লাগছে কেমন মমস্থান।
কাছে যে টানছে মোরে
মোদের ঐ জম্ম স্থান।
হয়েছি এখন বিদেশ বাসি
টাকারে যে বড়ো ভালোবাসি
তাই তো টাকার পিছু ছারি নাই
তারি মধ্যে ইছা করে
জম্ম স্থানে ফিরে যাই।
কত সাধনার ফল পেয়েছি
না ঘুমিয়ে দিবা রাত
তারি জন্য বেচে আছি
খেয়ে চারটি অন্য ভাত।
যদি যেতে পারি আসতে নাড়ি
ছাড়বে না মোর জম্ম স্থান
তাহলে সাধনা যে দিবে ছারি
কেমন যেনো লাগছে মমস্থান।
আকাশ ছোয়া অট্রালিকা
যম কালো সেই গাড়ি
ছাড়বে তারা ধরবে ঘিরে
খড়ের ছাওয়া ছোট্রো ছোট্রো বাড়ি।
তারা তারি টানছে দেখে
কেমন যেন লাগছে মমস্থান।
আয় ফিরে আয় বলে যেন
ডাকছে মোরে জম্ম স্থান।
স্ত্র : ফিরতে আকুল ছিলো স্বামির মন
সারাখন সে গুন গুনাত
ফিরেনি সে যত খন।
আমি এখন ভুজতে পারছি
কেনো ডেকেছে কাছে জম্মস্থান
বললো আমায় ফিরে আসছি
কেমন যেন লাগছে মমস্থান।