স্বপ্ন দেখি,স্বপ্ন দেখি, স্বপ্ন ছেড়ে যায় না
শত শত স্বপ্ন দেখি
স্বপ্নের জন্য ঘুমিয়ে থাকি
স্বপ্ন দেখি, স্বপ্ন সত্যি হয় না।
হরিণ যেন বাঘ হয়েছে
মাংস খেতে চায় না
ময়না নাকি রাগ করেছে
কথা কইতে চায় না।
কেন আমার স্বপ্ন সত্যি হয় না।
পিপড়ে হলো হাতির সমান
রবি মামা আর ওঠে না
বিড়াল যে দুধ ভাত খায় না।
মশা কেন জল খায়, রক্ত  খেতে চায় না
কেন আমার স্বপ্ন সত্যি হয় না।
প্রজাপতির ডানার বাতাসে
ঘর-বাড়ি ওড়ে আকাশে
ব্যজ্গ মরে পিয়াসে, জল খেতে চায় না
বিমান চলে মাটিতে
আকাশেতে ওড়ে না
কেন আমার স্বপ্ন সত্যি হয় না।
                


আপনারা দেখেন এমন স্বপ্ন।