দিন বেচারি আলোর ভুমে,
খেয়ে-না-খেয়ে কাজে-কর্মে
কচি-কাঁচারা সকালেতে,
কুরান পড়ে মক্তবেতে
এই না বেলায় কাপড় ধোলাই,
ইটের ভাটায় এঁটেল গোলাই
উনুনেতে লাকড়ি ঠেলাই,
একশের চালে যায় দু'বেলাই
ইশকুলেতে কাঁধের পরে
ব্যাগের ভিতর টিফিন ভরে-
পথের ধুলো গায়ে মেখে
ছাত্রজীবন যায় যে সুখে,
তাঁতিরা নানা রঙিন সুতোয়
কাপড় বুনে, স্বপ্ন বুনোয়,
বাতাসে নৌকো হেলে সাগরে
জেলে -'আর ক'টা মাছ লে যা বাজারে'
রোদ্দুরে চাষীর গা ফেটে যায়
মাথাল মাথায় শস্য ফলায়,
কামার, কুমোর, কসাই, মুচি
দিন শেষ তবু বাকি রয় সূচি,
পরের দিনের আশা করে রয়
চারদিকটা বেশ অন্ধকার হয়,
একটা সময় মৃত্যুক্ষুধা;
সব কিছুরে গ্রাস করে লয়,
প্রভাতের দেখা আর নাহি হয়।