বস্তুত একটি বিষয়ের নাম পদার্থ বিজ্ঞান।
    তা পড়ে কেউ কেউ হয় অজ্ঞান,
    আবার কেউ আছে যারা পড়ে হয় জ্ঞানবান ।
    আমি নই তাদের কাতারে কেমনে হব জ্ঞানবান ?
    বসে বসে ভেবে তাই খুজে পাই ,
    যদি পারি আইনস্টাইনের ব্রেইন লাগাতে ভাই ,
    পেয়ে যাব জ্ঞানের ভাণ্ডার মহা খুশী তাই ।