আজ কি করেনি পশ্চিম গগণে,
লাল লালিমা ছড়ানো সূর্য আগমন।
তবে আজ কেন সকলে ক্ষমতার অপব্যবহার
করছে,
যার প্রভাবে পুড়ছে জনসাধারণ।
ক্ষমতা কি কেমন জিনিস,
কেমন ই বা তার সাদ?
কেমন করে ছড়ালো তা,কেমন ই বা তার
ফাঁদ!
কেমন করে মুক্তি পাবে ক্ষমতা তাদের
হাত থেকে,
ক্ষমতার বিহন্নলায় কাঁদছে মা
জননী,কাঁদবেই বা কে?
মুক্তি দেবার যারা ছিলো সবাই এখন ঘুমে,
ক্ষমতার অহংকার বড়ই খাবার কেউ কি তা
শুনে।
বুঝবে তুমি সব হারিয়ে,ওরে এবার একটু থাম!
তোরাই তো এই সমাজের পৃষ্ঠপোষক,তোরা
জাতির উত্থান।
ওরে বোকা যুদ্ধের জন্য তৈরী আছে নদী-
নালা_মাঠ,
জীবনকে স্বার্থক করতে আল্লাহর পথে
হাট।