কবিতা
র. আমিন


কবিতার আশ্রয় চাই,
কবিতার উত্তাপ চাই,
কবিতার শ্লোগান চাই।


কিটস উৎসব জমে শীতাতপে,
নাজিমের নীল চোখে কোন ভয় নেই ;
নপুংসক গুলো আবারো ভিড় জমায়,
লজ্জায় মরে যায় কবিতার আগুন ।
সতীকান্ত আর নেই কোলকাতায়
মৃণাল-জাহিদ ঘূমায় রাজপথে।
দেহ ক্ষয়ে যায় নিউমোনিয়ায়,
কবিতা আরো বিপদজ্জনক হয়।
সুমনের কন্ঠে শুনি
কত কবি মরে যায় -
তবুও হাল ছাড়িনি বন্ধু ।


এসো কবিতার শৃঙ্খল ভাঙ্গি
গড়ে তুলি ধূমকেতুর নটরাজকে,
বেপরোয়া প্রতিশব্দের ঘরবাড়ি,
পূর্নিমার চাঁদ খেয়ে ক্ষুধা মেটাই।