যায়নি আজ ও দুঃখ!
হয়নি পাপের প্রায়শ্চিত্ত,
প্রতিটি প্রশ্বাসেই গন্ধ আসে-
চরম পাপ,আগুন্তকঃ দুঃখ।
তবুও রব দিচ্ছে ভিক্ষে
অসহনীয় অসহায়ত্বের দিনরাত।
তবে কবে পাবো-
মুক্তি?
শিকরে ফিরতে চায় রূহটা!
ঐ যে জন্মের আগের ভুবনে।
অজন্মা দুঃখে রূহ-
কাতরাচ্ছে,হাহাকারে ভাংছে।
তবে কী পাপী হয়েই
ওপারে উড়াল দিবে রূহ?
রব আমি বড্ড ক্লান্ত,
ক্ষমা করুন-নয়তো
পাপহীন জীবন ভিক্ষা দেন!
ভুলে যাচ্ছি,হেরে যাচ্ছি-
ধ্বংস দেখছি রূহের,দেহের।
অসম্ভব অসহ্যকর কষ্টে আমি-
আর কত সইবো?
ধৈর্য দাও রব-
নয়তো জন্মের পূর্বে নাও!