হৃদ জমিনে নেমেছে আজ প্রখর-অশান্তির
অপ্রাপ্তার,
বিরল বিরহের অমিমাংশিত দগ্ধময় খরা;
কবির জীবন লগ্ন শুরু হয়েছে দুঃখের শ্লোক
ভরা—


দুঃখ পেতে পেতে নিজেই হয়ে গেছে দুঃখের এক একটা বিষাদ সিন্ধুর নীল দরিয়া!
সর্বস্ব হারানোর ব্যাথা বেদনার নীলে নীলে     দেহের সর্বাংশে কষ্টে দুখে পরিপুর্নে ভরিয়া!


জীবন নামক বৃক্ষ আজ ঝরাচ্ছে মৃত্তিকায় তরতাজা পাতা!


চৈত্রের তাপ দাহে যেমন নদের জ্বল শুকিয়ে
নদের বুকে ধরে গো ফাটল?
তেমনি কবির জীবনেও ধরিছে প্রিয়ার কষ্টেতে বিরল গহিন ফাটল।


ঝরিয়ে ঝরিয়ে শুন্য বূক্ষ আজ পাতাহীন উলঙ্গ আছে নির্লজ্জের মত নিথর দেহে খাডা;              25/01/2017