যে কষ্ট আমাকে দিয়েছ তাতো কখনো ভুলা যায়না-


ভালোবাসবে বলে এসেছিলে কাছে তখনো বুঝিনা এই অবুঝ আমি!দিবে আমায় শুধু ফাকি?ক্ষনিকের ভালোবাসা দিয়ে চলে যাবে বহুদুর অচেনা অজানা-দুটি হাত ধরে অন্য কারো নীড়ের রানী হয়ে!


সুখেই থাকও অন্যের নীড়ে এই আমি যাচি আঘাতে আঘাতে যদিও হয়েছি মহাব্যাথায় ব্যাথি-বাঁচি;


তবুও এই আমি তোমার পানে কাতর আখি চাহি;
স্মৃতির দাবানলে হৃদয় যায় পুড়ি হে স্মৃতি চারিনী এতো সহজ কি করে যায় ভুলি?


আমার আকাশ আজ হারানোর ব্যাথায়-না পাওয়ার যন্ত্রনায় করিয়ে নীলে নীল,প্রেম
প্রাসাদে দিয়েছ খিল বুকে নিক্ষেপ করেছ বিষ মাখানো তীর।


ফের এসেছ ফিরে সেই আগের মত ভালোবাসা লয়ে মায়ার বন্ধনে আবদ্ধ করতে হে স্মৃতি চারিনী;


তুমি হয়ত জাননা যে আমি-কোন পূষ্প শয্যা নহে যা চাহিবার
মাত্রই পাবে হাতের লাগাল?আমি সবার মত নই সুখ  কাঙ্গাল!


আমি এখন স্মৃতির পাতার কর্ন গহ্বরে করি বাস যদিও থাকে মন না পাওয়ার ব্যাদনায় হা-হুতাশ সারাক্ষন;তুমিই শিখিয়েছ হতে এমন?