হে প্রানের রানী আমাকে এভাবে ভেঙ্গো না নিঃশেষ হয়ে যাব আমাকে গডো না হয়ে যাব নিষ্প্রান!
যেমন আছি তেমনই সাজাও তোমার ইচ্ছে নানান রঙ্গে মিথ্যে অহমিকায় করোনা আর সহস্র অপমান!


তুমি চাইলেই বৃষ্টিধারায় ঝরবে না মেঘ             বিক্ষিপ্ত মেঘেরও আছে নিজস্ব আবেগ!

কবি সুকান্ত সেনের মত কেউ হেরিনী পুর্নিমার চাঁদ,
এখানে উর্বর জমিনে হয় সোনালী স্বপ্ন আবাদ!


অরন্যে বূক্ষ তার লতা পাতা যেমন তেমন   তুমি চাইলেই বন সাইয়ে সাজবে না অরন্যে ধন
গোলডফিশেরও আছে নিজস্ব পৃথ্বী অতল সমুদ্রে একুরিয়ামে কাচের দেয়ালে বন্দী কেন জীবন?


শক্তিতে আর কি ভালবাসা হয়!কবে তুমি বুঝবে?
আমার প্রতিচ্ছবি কবে ঐ পাষানী হৃদয়ে এ কোমল মন ঠাই পাবে?


এভাবে ভালোবাসা যায় না এতো বিরহ জ্বালা প্রানে সহেনা!!