শিরের উপরে নীল আসমান
পায়ের তলোয় পুন্যি ক্ষিতি,
তোমাদের  আসরে এসেছি
ক্ষুদ্র ক্ষীন—কবি।


সকলের মাঝে এই আমি প্রবীন নবিন রবি
আমি কি হতে পারবো এ আসরে কবি?
আমার স্পৃহা তবে জাগাও—জাগতে দাও
নিজের ইচ্ছার মত থাকতে চলতে দাও।


বলতে এসেছি বলার মত সুযোগ দাও
থামাও কেন আমাকে আমি বাংলাকে
গডতে এসেছি গডাতে দাও?
যা কিছূ করতে  চায় করতে দাও।