তুমি বড জনম দুখী কবিরে ভাই-যাতনাময়ী মন তোমার!
নিজেকে করিয়া বিলীন তবুও শান্তির সর্বদা খোজ তোমার।


তুমি থাক অগোচরে সমাজে সর্ব্যাগে হেলায় অবহেলায় শোষিত রোহৃদ কোনায়,
তুমি আস্ত বিয়োগ কবিরে ভাই স্বার্থ সিদ্ধির মোহনায়!


অন্ধভক্তির অনুসরনে তুমি থাক জাত-পাত
ভুলে পক্ষ পাতের অত্যুচ্চায়,
তোমার হাত ধরে জেগে ওঠে তন্দ্রাচ্ছন্ন দেশ
ও দশে জনায়।


তুমি বড নির্ভীক কবিরে ভাই মরিতে জানো       অতি সহসায়!
তোমার কলমে জাগে বিদ্রোহ বিশ্ব মানবতার-মাতার অন্তরায়?


তুমি থাকো উন্মূক্ততে উলঙ্গ দূষ্টিপনায় ন্যায্য পাওনার দাবী উঠে তোমার লেখনীর কালিমায় সাদা পাতায়!
তুমি বড আজব কবিরে ভাই সহজে ন চেনা যায়!
তোমার চলাচল সবখানাতে বিচিত্র ধারায়!