আয়রে আয় কে কে যাবি রণক্ষেত্রের এই মিছিলে,
ডাক দিয়ে যায় কাতর কন্ঠে কে যাবি এই
মিছিলে সাহস দিলে্!


ওরে ও বঙ্গ মাতার দাবাল ছেলের দল দেশের তরে লডবো সবে চলরে এবার চল
দেহে যার শক্তি আছে বক্ষে যাহার ত্যাজে ভরা আছে বাহু বল!চলরে সবে চল।


হাতে-হাত রাখরে তবে মিলাওরে কাধে-কাধ
ভুলরে সবে কে মুসলিম? কে হিন্দু? কে বৌদ্ধ?
ভুলে যাও সকল জাত ব্যাজাত-দেশকে আজ করবো শত্রু মুক্ত এটাই হোক মোদের অঙ্গিকার?


দেশের তরে আজ লডতে হবে থেকোনা আর ঘাপটি মারি বসে ঘরের কোনে অলস ছেলে বলে তোমায় যখন তিরষ্কার করবে লোকে তখন তুমি মুখ লূকাবে কোন মাতার আচল তলে?


নামরে তবে রাজপথের ঐ মিছিলে কত কাল
আর থাকবে বন্দি গোলামের ঐ জিন্জিরে?