সু-শব্দের নিপুন গাঁথুনিতে
স্বচ্ছতা পায়, কবিতার প্রান।
ফুলের সৌরভে মুগ্ধ মানুষ
বাতাসে উড়ে তার সুবাসিত ঘ্রান!


নীতিবান হওরে নতুন প্রজন্ম,
স্ব-জাতিকে করতে সু-চরিত্র দান;
তোমাদের উল্থানে ঘটুক চলিত
বেহায়া নেতৃত্বের অবসান!


প্রবেশ করুক বাংলার ঘরে-ঘরে কাঙ্খিত সেই প্রিয় বাজুক
সাম্য-শান্তির জয়ও গান,


একই কাননের অভ্যেন্তরে
হোক সহস্র মৌমাছির সমাগম-
হিংসায় ঈর্ষায় জ্বলে জলুক,
কুজনের প্রান;


শপথ নাওরে তরুন প্রজন্ম।
রক্ষার্থে স্ব-জাতির সম্মান।