আমি নিতান্তই খুব নোংরা এই পঁচা দুর্গন্ধময়
মুখে অনেক দিনের বাষি থুথু নিয়ে অবিরত হাটছি অনেকটা বছর যাবৎ!


নির্ভীক মৃত্যুর পথে অসীম প্রত্যয়ে বেধছি এ বিদ্রোহি মন-
দৃঢ় প্রতিঙ্ঘায় সাজিয়েছি এ সাহসী প্রান।


প্রানপনে হেটে চলেছি দিন কিবা রাত্রি ধরি সুর্যের সাথ পাল্লায়!
হেটে চলেছি নোংরা অসৎ সভ্যতার সোনালী মুখ বরাবর যেথায়—


অর্থের প্রনয়ে নারীর যোবন কেনাবেচা হয় প্রকাশ্যে দিবালোকে ও রাতের আধারে!
যেথায় বিবাহের নামে সুশীলার সম্মান হানে  
যৌতুকের নিকৃষ্ট্য উপহাস যুগ-যুগ রয়!
সত্য বলতে আমার মনে জাগেনা ভয়!
আমি অভয়ে হাটছি মূখ ভর্তি থুথু লয়ে!