রাত জেগো না হে চাঁদ ওই চাঁদ মুখে দাগ লেগে যাবে
জোসনায় যদি কলঙ্গ লাগে এ বিরান ঘরে কে প্রদীপ জ্বালাবে?


তুমি হাসলে হাসে জগৎ তোমার বিরহে পুড়ে এ চাতকী পরান!
অপমান নহে বৃথা অভিমান তোমার আলোতে আমি জোনাকির সমান!


সুদুর আকাশে বসতী তোমার পিরিতে লুটায়    অজস্র ঢেউ!
আমি জেগে রই একেলা নীরব তোমাতেই মাতাল সব;আমায় হেরিতে চোখ রাখেনা আমার পানে কেউ?