এক অন্ধ জনার মন কথা আমি যাহা দেখি ও ভাই তুমিও কি দেখো তাহা?
না জানি কত সুন্দর এই দুনিয়া আরও কত না সুন্দর আসমান ভরা চন্দ্র সুর্য ক্ষুদ্র ক্ষুদ্র তারা,জমিনে ঐ সবুঝ ক্ষেত আহা—


মাঠে সোনালী ধান আর নানান জাতে গাছ পালা পশু পাখিতে ভরা?
এসব কথা আমার ন্যায় তোমার হতে জানা শুনা
আচ্ছা প্রশ্ন আমার যাহার চক্ষু আলো আছে তাহার কাছে তবু আঁধার ধরা!


জানতে পারি আকাশ,তারা,চন্দ্র,নক্ষত্র দেখতে কেমন  কিবা তাদের ধরন!
যে মাটিতে হাটি আমি তুমি দেখতে সে কেমন আমিও কি তোমারই মত  কিবা তোমার দেহের ঐ গঠন?


আমার বড্র ইচ্ছে জাগে দেখতে তোমাদের মতন আরো আছে অনেক মনে  জমা কথা পরে বলবো কেমন।