খোলা জানলা,
           বাঁশবনের ছায়া,
উড়ে যায় পর্দাটা,
বাতাসের ভালবাসায়
মন চলে যায় দূর দেশে
তারই মাঝে ছোটো ঘর
মাঝে মাঝে আমাকে ভাবায়,
নতুন রূপে সে আমার কাছে দাড়ায়,
প্রশ্ন ছুড়ে দেয় আমাকে
মনে মনে বলি সুন্দর।
সঙ্গে সঙ্গে আনন্দের ঝড়
এমন স্পর্শ করা সাড়া,
সত্যি! ভালবাসতেই হবে।
আমার কাছে দাড়ায় নীল ভুষণে
নীল রংটাই যেন বলে দেয়
আমি তোমার পাশে আছি,
পাতার মর্মর ধ্বনি, বাঁশের
দোলা যেন বলে আরো দুরে চল যাই। সবটাই নিস্তব্ধতা!
তবু এর মধ্যে কত কথাই যেন বলা হয়ে যায়।
জনজীবনের ভিড়,
শহরের ব্যস্ততা
ভুলে গেছে তাকে
কিন্তু সে কত সুন্দর!
যে দেখেছে সে পারবে না উপেক্ষা করতে
তবে, দেখতে হবে খোলা মনে
তার সৌন্দর্যকে একদিন মানতে হবে
তখন সে ধরা নাও দিতে পারে
বিদায় বেলা এটুকু বলি
আবার এসো
দিওনা পাড়ি অন্য কোথাও
বাঁশের মাথার রোদের আভাই
উত্তর বলে দেয় ।
তবু বলি সবটাই নিস্তব্ধতা !